ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচনে 

সিরাজগঞ্জে ৪৫০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

সিরাজগঞ্জে ৪৫০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের ৮৯২টি ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ৪৫০টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। কেন্দ্রসমূহে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৬টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯২ ও ভোটকক্ষ ৫ হাজার ৬’শটি। এরমধ্যে ১২৪টি কেন্দ্র রয়েছে যমুনার চরাঞ্চলের এবং বিশেষ ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্র রয়েছে ৪৫০টি। সবকয়টি আসনে নারী পুরুষ মিলে ভোটারের সংখ্যা ২৫ লাখ ১২ হাজার ১০০ জন এবং আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৬ জন ও ৫ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োজিত থাকবেন। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সাংবাদিকদের বলেন, জেলার ৬টি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকবেন। সেইসাথে পুলিশের মোবাইল টিম ৯২টি, সেনাবাহিনীর ২৩টি পেট্রল টিম, ১৫ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১২টি টহল টিম, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রসমূহে নিয়োজিত থাকবেন। ভোটের আগে ও পরে জেলায় আড়াই হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। এছাড়া ৪৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ইতিমধ্যেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিশেষ করে চরাঞ্চলের কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভোট কেন্দ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত